খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের (১৭ বীর) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রূপসা থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
আটককৃতরা হলেন রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সুমন মিয়া (৪৩) ও রানী বেগম (৩০)।
অভিযান চলাকালে তাদের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি পাইপগানসহ কিছু দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ, আইচগাতি ক্যাম্প ইনচার্জ এসআই আশরাফসহ যৌথবাহিনীর অন্যান্য সদস্যরা।
আপনার মতামত লিখুন :