খুলনা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যদি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগের মতো শাসন চালায়, তাহলে তারা ১৫ দিনও টিকবে না।
শনিবার (৯ আগস্ট) খুলনায় ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও অভিযোগ করেন, আগামী নির্বাচন পেছানোর জন্য একটি রাজনৈতিক দল বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
মেজর (অব.) হাফিজ বলেন, সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো প্রকৃত নির্বাচন চান না। তারা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চায়, যা সাধারণ মানুষ বোঝে না।
বিএনপি নেতা বলেন, আমরা চাই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হোক, যেখানে জনগণ সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে। ক্ষমতায় যেতে না পারার ভয়ে কিছু দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তিনি। মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার এক বছরের মেয়াদে দেশের জন্য কোনো কাজ করতে পারেনি।
এছাড়া, তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই ছিল। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ একনায়কতন্ত্র গড়ে তুলেছে, মুক্তিযোদ্ধারা সামাজিক অন্ধকারে আটকা পড়ে গেছেন।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ অন্যান্য নেতারা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন