ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম, সম্পাদক মন্টু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১০:১১ পিএম
আসলাম পারভেজ ও কামাল আহমেদ সেলিম নেওয়াজ।

উৎসবমুখর পরিবেশে খুলনার পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আসলাম পারভেজ, আর সাধারণ সম্পাদক হয়েছেন কামাল আহমেদ সেলিম নেওয়াজ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়।

সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে আসলাম পারভেজ (প্রতীক: ছাতা), সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ সেলিম নেওয়াজ (প্রতীক: হাতি) এবং সাংগঠনিক সম্পাদক পদে মনিরুল ইসলাম মন্টু (প্রতীক: কলস) নির্বাচিত হয়েছেন।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কমিটির মোট ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা জিএম মিজানুর রহমান মিজান।