ভৈরব থেকে মালবোঝাই পিকআপভ্যান ছিনতায়ের সময় তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আগানগর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন মামুন (৩০), সোহান (২৪) ও আকাশ (২৫), যারা ভৈরব শহরের গাছতলাঘাট এলাকার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা যায়, ছিনতাইকারীরা গাড়ীর চালককে মারধর করে মালামালসহ গাড়িটি জোরপূর্বক চালিয়ে ভৈরব শহর পার করে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব থানার বারিচা এলাকায় নিয়ে যায়। সেখানে পুলিশ তাদের আটক করে।
পিকআপভ্যানের মালিক আশুগঞ্জ এলাকার মোঃ তৌহিদ জানান, তার চালক রোববার বিকেলে আশুগঞ্জের একটি রাইস মিল থেকে খালি বস্তা নিয়ে ভৈরবের একটি চিড়ার মিলে যাচ্ছিল। গাছতলাঘাট এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চালককে ভুল পথে নিয়ে যায় এবং আগানগর গ্রামে গিয়ে তাকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়।
এরপর তারা নিজেই গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। চালক থানায় এসে পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারিচা এলাকা থেকে ছিনতাইকারীদের আটক করে।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুতালেব জানান, গ্রেপ্তারকৃতরা সনাক্ত ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গাড়ি ছিনতাইয়ের বিষয়ে মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন