২৮ বছর পর কুড়িগ্রামের উলিপুর উপজেলার নেফরা গ্রামের আব্দুল লতিফ-আমেনা দম্পতির হারানো ছেলে সাইফুল ইসলাম তার পরিবারের কাছে ফিরে এসেছে। দীর্ঘ সময়ের বিচ্ছেদের পর ছেলেকে ফিরে পেয়ে পরিবার আনন্দে ভাসছে।
স্থানীয় ও সামাজিক খবর অনুযায়ী, সাইফুল ইসলামকে ১৯৯৭ সালে কাজের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছিল। ট্রেনে যাত্রার সময় স্টেশনে নামার কারণে সাইফুল ট্রেন থেকে পড়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল। চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার ভাটিয়ারি রেল স্টেশনের একটি চায়ের দোকানে সাইফুল আশ্রয় পায় ও কাজ করতে থাকে, আর এভাবেই কেটে যায় ২৮টি বছর।
গত সপ্তাহে নেফরা গ্রামের এক বাসিন্দার সঙ্গে হঠাৎ যোগাযোগের মাধ্যমে সাইফুলের পরিবারের খোঁজ মেলে। পরিচয় নিশ্চিত হওয়ার পরে তার বড় ভাই মাহফুজ রহমান ভাটিয়ারি রেল স্টেশন থেকে শনিবার সাইফুলকে বাড়ি নিয়ে আসেন।
সাইফুলের বড় ভাই মাহফুজ রহমান জানান, এতদিন পর ভাইকে ফেরত পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা খুবই খুশি।

সাইফুলের বাবা আব্দুল লতিফ বলেন, ছেলেকে দেখে আমি চিনতে পেরেছি। ছেলের জন্য নামাজ পড়েছি, আল্লাহর কাছে অনেক কেঁদেছি। এখন ছেলেকে পেয়ে খুশি।
মা আমেনা বেগম যোগ করেন, সংসারে অভাব ছিল, ঠিকমতো খাবার জুটত না। ছেলেকে কাজের জন্য পাঠাই। তখন হারিয়ে যায়। আজ তাকে ফিরে পেয়ে অনেক খুশি।
উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম বলেন, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ছেলেকে ফিরে পাওয়ায় পরিবারটি অনেক আনন্দিত। সরকারি-বেসরকারিভাবে তাদের সহযোগিতা করা প্রয়োজন।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানিয়েছেন, ২৮ বছর পরে সন্তান ফিরে পাওয়াটা সত্যিই আনন্দের খবর। সাইফুলকে জাতীয় পরিচয়পত্রসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন