ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

শরীরে তারপিন ঢেলে শ্বশুরবাড়িতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৬:১৩ পিএম
কুষ্টিয়ার মিরপুর থানা। ছবি- সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুরবাড়িতে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম শিলা খাতুন (২০)।

শুক্রবার (৪ জুলাই) সকালে তার মরদেহ দাফনের উদ্দেশে কবরস্থানে নেওয়ার সময় পুলিশ বাধা দেয় এবং ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করে।

ঘটনাটি ঘটেছে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাঙালী মোড় এলাকায়। শিলা খাতুন ওই এলাকার আমিরুল ইসলামের মেয়ে। 

দুই বছর আগে তার বিয়ে হয় দৌলতপুর উপজেলার শেরপুর সেনপাড়া গ্রামের বাসিন্দা ও ওয়ার্কশপ মিস্ত্রী ইয়ারুল ইসলামের ছেলে আলামিনের সঙ্গে। তাদের ঘরে তিন মাস বয়সি এক পুত্রসন্তানও রয়েছে।

নিহতের দুলাভাই আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘শ্বশুরবাড়ির লোকজন প্রথমে জানায়, শিলা আত্মহত্যার চেষ্টা করেছে এবং তারাই চিকিৎসা দিচ্ছে। কিন্তু শিলা মারা যাওয়ার আগে আমাকে জানিয়েছে, তার শরীরে তারপিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল।’

এ বিষয়ে মিরপুর থানার ওসি মো. মোমিনুল ইসলাম বলেন, ‘আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে সন্দেহ হওয়ায় পুলিশ দাফনে বাধা দেয় এবং পরিবারের সঙ্গে কথা বলে। নিহতের দুলাভাইয়ের অভিযোগ অনুযায়ী, মৃত্যুর আগে শিলা আগুন দিয়ে হত্যার কথা জানিয়েছে। নিহতের শরীরের ওপরের অংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বা কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।