শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৬:০৪ পিএম

১৯ গুণী শিল্পী পেলেন শিল্পকলা একাডেমি সম্মাননা  

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৬:০৪ পিএম

লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়।     ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ১৯ জন গুণী শিল্পীকে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

বিভিন্ন বিষয়ে নৈপুন্য অর্জনকারী শিল্পীদেরকে এ সম্মাননা দেওয়া হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহম্মদ রেজাউল হক প্রমুখ।

আয়োজকরা জানায়, জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে গুণী শিল্পীদেরকে এ সম্মাননা দেওয়া হয়। এরমধ্যে কণ্ঠ সংগীত, নাট্যকলা, আবৃত্তি, যন্ত্রসংগীত, লোক সংস্কৃতি, যাত্রাশিল্প ও চারুকলা বিষয়ে গুণীরা রয়েছেন। অনুষ্ঠানের শুরুতে শিল্পীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাজীব কুমার সরকার বলেন, শিল্পীদেরকে তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা একটি বড় ধরনের অপরাধ। আমরা এই অপরাধের দায়ভার নিতে চাই না। আমরা চাই প্রত্যেক বছর নিয়মিতভাবে যেন গুণী শিল্পীরা শিল্পকলা একাডেমি সম্মাননা পায়।

রূপালী বাংলাদেশ

Link copied!