ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

হরিরামপুরে জামায়াতের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১০:২৬ পিএম
মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ এখন সরগরম। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন মিছিল, মিটিং, গনসংযোগ ও মাঠে প্রচারনা জোরদার করেছে। এরই অংশ হিসেবে মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) মানিকগঞ্জ ২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে দিনব্যাপী সিংগাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় এক বর্ণাঢ্য নির্বাচনী প্রচারণা ও পথসভার আয়োজন করা হয়।

এদিন সিংগাইর উপজেলার ধল্লা হতে গণসংযোগ শুরু হয়ে বালিরটেক ব্রীজ হয়ে হরিরামপুর উপজেলা চত্বর ও এরপর ঝিটকা বাজারে এসে নির্বাচনী প্রচারণা শেষ হয়। এ সময় পথিমধ্যে জয়মন্টপ বাজার, সিংগাইর বাসস্ট্যান্ড, লেমুবাড়ি বাজার, বালিরটেক, হরিরামপুর উপজেলা চত্বর, লেছরাগঞ্জ বাজার ও সর্বশেষ ঝিটকা বাজারে পথসভা করা হয়।

এ সময় জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান দেশ ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীর দলীয় অঙ্গীকার তুলে ধরেন। এবং বলেন, জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আমরা আপোষ করবো না। ইনশাআল্লাহ, ইসলাম ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করবো।

গণসংযোগে স্থানীয় জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, ঐক্য ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।