ঢাকা শুক্রবার, ৩০ মে, ২০২৫

দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক : খাদ্য উপদেষ্টা

ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৫:০৫ পিএম
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্য উপদেষ্টা মো. আলী ইমাম মজুমদার। ছবি-রূপালী বাংলাদেশ

দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে খাদ্য উপদেষ্টা মো. আলী ইমাম মজুমদার বলেছেন, ‘অদূর ভবিষ্যতে খাদ্য নিয়ে আমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না।’ 

বুধবার (২৮ মে) দুপুর দেড়টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘চলতি মৌসুমে আমরা ১৪ লাখ মেট্রিক টন চাল এবং সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান কিনব। এবার ভালো ফসল হয়েছে, আশা করছি, আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’

 

তিনি আরও বলেন, ‘আজকের এই দিনে আমাদের খাদ্য মজুদ আছে ১৫ লাখ মেট্রিক টন। যা গত বছরের এই দিনের চেয়ে ৩ লাখ মেট্রিক টন বেশি। তবে সন্তোষজনক অবস্থা সব সময় ঠিক রাখা যায় না। এটা ক্রমাগত খরচ হচ্ছে আবার যোগ হচ্ছে।’

ময়মনসিংহ বিভাগে খাদ্য মজুদের ধারণ ক্ষমতা কিছুটা কম। খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মো. আলী ইমাম মজুমদার।

সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ন কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. শফিউল আলম, জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম, জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুল কাদির প্রমুখ।