নিজেদের চাঁদাবাজি আড়াল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে নতুন দল—এমন অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে রোজার আগে নির্বাচনের টাইমলাইন এবং সম্প্রতি ডিসেম্বরের আগেই নির্বাচনের প্রস্তুতি শেষ করতে প্রশাসনের প্রতি প্রধান উপদেষ্টার নির্দেশনার পরপরই নির্বাচন বিলম্বিত করতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘যারা জনগণ ও নির্বাচনকে ভয় পায়, তাদের দুরভিসন্ধি রয়েছে। ভাঙারি ব্যবসায়ে অংশীদারত্বের বিরোধ নিয়ে নির্মমভাবে খুন হওয়া যুবদল কর্মী সোহাগ হত্যার মতো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত ও অনিশ্চিত করতে চায়, তারা পরোক্ষভাবে আধিপত্যবাদের দোসর হয়ে ফ্যাসিবাদের উত্থানের পথ তৈরি করতে চাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে প্রতিহত করা হবে।’
জনসাধারণের প্রতি বর্ণচোরা এসব অপশক্তির ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণই বিএনপির রাজনৈতিক শক্তি ও ক্ষমতার উৎস। বিএনপি বাংলাদেশ ও জনগণপন্থি রাজনীতি করে। দিল্লি, পিণ্ডি বা অন্য কোনো দেশ নয়—বিএনপির কাছে সবার উপরে বাংলাদেশ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক। আওয়ামী লীগ যা করেছে, জনগণ বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে তা প্রত্যাশা করে না। গুটিকয়েক সুবিধাবাদী ও বিপথগামী নেতাকর্মীর অপকর্মের দায় বিএনপি নেবে না। অপকর্মকারী বা দুষ্কৃতিকারী বিএনপির নেতাকর্মী হতে পারে না। কেউ অপকর্ম করলে নৈতিকভাবে সে দল করার অধিকার হারায়।
কর্মী সমাবেশের পর তারেক রহমান ও নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কসহ ধারা বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী।
এ ছাড়াও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, শফিকুর রহমান, মনায়েম হোসেন খান, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ এখলাস উদ্দিন, নুরুল ইসলাম, প্রভাষক এমদাদুল ইসলাম, আবদুল মোতালেব খান, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন খান সেলিম, মঞ্জুরুল হামিদ রানা, প্রভাষক সৈয়দ গুলজার হোসেন নাঈম, আলী আমজাদ খান দিপু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন এবং জেলা যুবদলের সদস্য আবদুল মোতালেব।