বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৫:৪৬ পিএম

শিশু সাদাব হত্যা, ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৫:৪৬ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেন আটকে বিক্ষোভ শিক্ষার্থীদের। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেন আটকে বিক্ষোভ শিক্ষার্থীদের। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু সাদাব হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা আড়াই ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রাখে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা রেলপথ থেকে সরে গেলে এ রুটে রেল চলাচল শুরু হয়।

শিক্ষার্থীরা জানায়, শিশু সাদাব নিহতের ঘটনায় পুলিশের তদন্তে গাফিলতি আছে, এর প্রতিবাদে তারা ট্রেন আটকে বিক্ষোভ করেছে। তারা সাদাব হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করে।

শিশু সাদাবের নানা সুলতান মিয়া বলেন, ‘মলার পর আমরা সন্দেহভাজনদের নাম পুলিশকে দিয়েছি। কিন্তু পুলিশ তদন্তের নামে এলাকায় এসে সন্দেহভাজনদের সঙ্গে কানাকানি করে চলে যায়। এতে সন্দেহভাজনরা এখন আমাদেরকেও হত্যার হুমকি দিচ্ছে।’

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, ‘শিশু সাদাব হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। প্রশাসনের এমন আশ্বাসের পর বিকেল সাড়ে ৩টার দিকে রেলপথ থেকে সরে যায় শিক্ষার্থীরা।’

তিনি জানান, এ সময় আটকে থাকা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে রওনা দিলে ঢাকা-ময়মনসিংহে রেল চলাচল আবারও শুরু হয়।

নিহত সাদাব হোসেন জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। শিশুটি মায়ের সঙ্গে গফরগাঁওয়ের পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত।

গত ১১ জুলাই দুপুরে নিখোঁজ হয় সাদাব। পরদিন দুপুর ১২টার দিকে শিশুটির স্বজনদের কাছে মুঠোফোনের দুটি নম্বর থেকে ৩০ হাজার ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুটি নম্বরের একটিতে ২০ হাজার ও অপর দিকে ৮ হাজার টাকা পাঠানো হয়।

এরপর ১৫ জুলাই সকালে দিঘিরপাড় গ্রামে স্বজনরা বাড়ি থেকে দেড় শ গজ দূরের একটি পুকুরে ওই শিশুর মরদেহ পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। শিশুটিকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা হয়।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, ‘শিশু সাদাব হত্যার ঘটনায় ট্রেন অবরোধের বিষয়টি জেনেছি। এখনো ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসেনি। মামলাটি তদন্ত চলছে।’

Link copied!