নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দায়িত্বে অবহেলার অভিযোগে পশি বাজার কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোহাম্মদ আলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (১১ আগস্ট) সরকারি অফিস সময়ের মধ্যে কোনো প্রকার অবহিতকরণ ছাড়াই পশি বাজার কমিউনিটি ক্লিনিকের গেট বন্ধ পাওয়া যায়। এ সময় সেবা নিতে আসা রোগীরা বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন এবং অনেকেই সেবা না পেয়ে ফিরে যান।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, ওইদিন সকালে থেকে ক্লিনিকের দরজা বন্ধ ছিল এবং দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি মোহাম্মদ আলী কর্মস্থলে উপস্থিত হননি।
ঘটনার পর স্বাস্থ্য বিভাগ দ্রুত তদন্তে নামে। কোনো লিখিত বা মৌখিক অনুমতি ছাড়াই দায়িত্বে অবহেলা করে কর্মস্থল ত্যাগ করা হয়েছে, যা ১৯৮২ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(১) ধারা এবং সরকারি কর্মচারী আচরণবিধি ২০১৮-এর পরিপন্থি। এটি শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস বলেন, এ ধরনের অবহেলা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত করে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য কঠোর নজরদারি বাড়ানো হবে।
ইছাপুরা বাজারে স্থানীয় ভুক্তভোগী বলেন, আমরা এখানে চিকিৎসা নিতে অনেক দূর থেকে আসি। কিন্তু ক্লিনিক বন্ধ পেয়ে ফিরে যেতে হয়, এতে সময়, টাকা ও পরিশ্রম—সবই নষ্ট হয়।
আরেকজন ভুক্তভোগী বলেন, সরকার আমাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে, কিন্তু দায়িত্বে থাকা লোকজন যদি ঠিকমতো না আসে, তাহলে উপকার কীভাবে পাব?
এদিকে স্থানীয়রা দ্রুত বিকল্প সিএইচসিপি নিয়োগ অথবা সাময়িকভাবে অন্য কোনো স্বাস্থ্যকর্মী পাঠানোর দাবি জানিয়েছেন, যাতে চিকিৎসাসেবা বন্ধ না থাকে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।