নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ধারাবাহিকভাবে বাইক ডাকাতির সঙ্গে যুক্ত দুই প্রধানকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ডিএমপির হাজারীবাগে র্যাব-১১ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- তৈয়বুর (২৩), পিতা জাকারিয়া এবং রানা (২৮), পিতা আমান উল্লাহ। দুজনই আড়াইহাজারের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার হয়।
র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে আড়াইহাজার, রূপগঞ্জ এবং পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একের পর এক ভয়ংকর ছিনতাই ও বাইক ডাকাতির ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করে। সন্ধ্যা নামলেই ৩০০ ফিটের মতো ব্যস্ত সড়ক রূপ নেয় ছিনতাইকারীদের অভয়ারণ্যে।
রাজধানীর মানুষ বাইকে ঘুরতে গেলে এই চক্র তাদের টার্গেট বানাত। ব্লগার জিসানের সিনেমাটিক স্টাইলে বাইক ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনা আরও আলোচনায় আসে।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, তৈয়বুর-রানা গ্রুপই সাম্প্রতিক ডাকাতি ও ছিনতাইয়ের মূলহোতা।
দলটির সদস্যরা আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় অস্ত্র ঠেকিয়ে ও গুলিবর্ষণ করে একাধিক মোটরসাইকেল ছিনতাই ও ডাকাতি করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন