ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

পুতুলের প্রার্থিতা বাতিলের দাবিতে মশাল মিছিল

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১০:১৬ পিএম
নাটোরের লালপুরে পুতুলের প্রার্থিতা বাতিলের দাবিতে লালপুরে মশাল মিছিল

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রার্থিতা বাতিল ও নতুন প্রার্থী ঘোষণার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার লালপুরে ওই আসনের মনোনয়নপ্রত্যাশী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে ও নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা এ মিছিলের আয়োজন করেন।

লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে রামকৃষ্ণপুর এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা ব্যারিস্টার পুতুলের মনোনয়ন বাতিল ও ডা. রাজনকে প্রার্থী ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

লালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে দুঃসময়ের কান্ডারি ও ত্যাগী নেতা ডা. ইয়াসির আরশাদ রাজনকেই প্রার্থী করতে হবে।’

অন্য বক্তারা বলেন, প্রতিমন্ত্রী পটলের মৃত্যুর পর থেকে তার বড় ছেলে ডা. ইয়াসির আরশাদ রাজনের নেতৃত্বে লালপুরে বিএনপির রাজনীতি পরিচালিত হচ্ছে। সেই জনপ্রিয় নেতাকে বাদ দিয়ে নতুন মুখকে মনোনয়ন দিলে তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নেবে না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম লুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালু, উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান কবির সুইট, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, আড়বাব ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাইনুল হক শিমুলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে ডা. ইয়াসির আরশাদ রাজন নাটোর জেলা বিএনপির সদস্য এবং ছোট মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

গত ৩ নভেম্বর ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নাটোর-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই এ আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর অনুসারীরা এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও পুতুলের বড় ভাই ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা পৃথক কর্মসূচির মাধ্যমে পুতুলের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে আসছেন।

তবে পুতুলের অনুসারীরা দাবি করছেন, ব্যারিস্টার পুতুলই এই আসনের সবচেয়ে যোগ্য প্রার্থী। জেলা বিএনপির অনেক নেতাই তার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।