ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

শুরুতেই এক উইকেট হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৩:২৪ পিএম
তানজিদ হাসান তামিম। ছবি- সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে চাপে পড়ল বাংলাদেশ।

আজ শনিবার (৫ জুলাই) কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয় এই ম্যাচ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান মেহেদী হাসান মিরাজ। টস জিতে বাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

দলীয় ১০ রানের মাথায় আসিথা ফার্নান্দোর স্লোয়ার বলে উইকেট কিপার কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তামিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৯ রান।

ত্রিজে ৮ বলে ৯ রান নিয়ে খেলছেন নাজমুল হোসেন শান্ত এবং ১৭ বলে ১১ রান নিয়ে ব্যাট করছেন পারভেজ হোসেন ইমন।

টাইগারদের জন্য আজ সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য ব্যাটিং ধসে ৭৭ রানে হেরে যাওয়ায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলকে এ ম্যাচে জিততেই হবে না হয় সিরিজ হাতছাড়া হবে।

আজকের খেলায় একনজরে দুই দলের একাদশ

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুশমন্থ চামিরা।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।