ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০২:২৪ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে এই ম্যাচ।

টাইগারদের জন্য আজ সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য ব্যাটিং ধসে ৭৭ রানে হেরে যাওয়ায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলকে এ ম্যাচে জিততেই হবে, না হয় সিরিজ হাতছাড়া হবে।

লিটনের বাদ পড়ার শঙ্কা, রিশাদের ফেরা?

দলের দুঃসময়ে উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস নিজের ফর্ম হারিয়ে খুঁজছেন। গত ম্যাচেও চার বলে শূন্য রানে আউট হয়েছেন। কাল ম্যাচ পূর্ববর্তী অনুশীলনেও লিটনের অনুপস্থিতি তার একাদশ থেকে বাদ পড়ার ইঙ্গিত দিচ্ছে।

ধারণা করা হচ্ছে, আজকের ম্যাচে তিনি খেলছেন না।

অন্যদিকে, অসুস্থতা কাটিয়ে দলে ফিরতে পারেন তরুণ স্পিনার রিশাদ হোসেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে পেসার তাসকিন আহমেদকেও দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হতে পারে।

 বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।