ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

বেবিটা আমার বোনের : তানজিন তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৭:১২ পিএম
অভিনেত্রী তানজিন তিশা। ছবি - সংগৃহীত

নতুন এক টক শোতে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। কিন্তু এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক শিশুর ছবি প্রকাশ করে দাবি করেন, ওই শিশুই নাকি তানজিন তিশার সন্তান।

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন তিশা। উপস্থাপক জায়েদ খান তাকে প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ তিশা অকপটে বলেন, ‘আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হবো।’ 

পাশাপাশি বিয়ে ও সন্তান নিয়ে গুজবের বিষয়ে জায়েদের টক শোতেই সরাসরি প্রতিক্রিয়া দেন তানজিন তিশা। তিনি বলেন, ‘অনেক গুজব শুনেছি। কেউ বলে আমার দুইটা বিয়ে হয়েছে, কেউ বলে তিন নম্বর বিয়ের খোঁজ চলছে! কেউ বলে আমার একটা বেবি আছে, যাকে দাদির কাছে লুকিয়ে রেখেছি। এসব শুনে আমি আর আমার পরিবার খুব হেসেছি। কারণ, ওই বেবিটা আমার বোনের।’

তিশা আরও বলেন, ‘প্রফেশনাল লাইফ আর পারসোনাল লাইফের মধ্যে আলাদা করার কিছু নেই। পাঁচ বছরের মধ্যে আমি মা হতে চাই। এই কথাটা বলতে ভয় পাই না।’

এই কথার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু করেন জাওয়াদ নির্ঝর। তিনি তার ফেসবুক পোস্টে তিনটি ছবি প্রকাশ করেন। একটি ছবিতে দেখা যায়, তিশা গভীর মমতায় এক শিশুকে কোলে নিয়ে আছেন। আরেক ছবিতে দুটি শিশুকে দোলনায় বসে থাকতে দেখা যায়। ছবিগুলোর মুখ ঢেকে দেওয়া হয়েছে। 

নির্ঝর দাবি করেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে?’ তিনি লেখেন, ‘তিশা মিডিয়ায় আসার আগেই তার একটি পুত্রসন্তান ছিল। তার সাবেক স্বামী এখন দুবাইতে থাকেন। সেই সন্তান এখন ঢাকায় তার দাদির কাছে আছে।’

নির্ঝরের এই পোস্ট ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। অনেকেই মন্তব্য করতে থাকেন। কেউ কেউ তিশার পুরনো ছবিও নির্ঝরের পোস্টে যুক্ত করেন। তানজিন তিশা যদিও সব গুজব নাকচ করে দিয়েছেন। তবে জাওয়াদ নির্ঝর তার দাবি থেকে সরেননি।