ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

টেস্ট মেজাজে হৃদয়ের অর্ধশতক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৬:৩২ পিএম
তাওহিদ হৃদয়। ছবি- সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ইনিংসের শুরতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশে। প্রথমদিকে চাপ থেকে দলকে একাই টেনে নেন পারভেজ হোসেন ইমন।

ইমন-মিরাজ ও শামীম হোসেন পাটোয়ারীকে হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ তখনই একপাশে আগলে রেখে টেস্ট মেজাজে ক্যারিয়ারের ৮ম অর্ধশতক তুলে নেন তাওহিদ হৃদয়।

ফিফটি পূর্ণ করে আর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তাওহিদ হৃদয়। ভুল বুঝাবুঝিতে ৬৯ বলে ৫১ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরেন এই ব্যাটার।

একনজরে দুই দলের একাদশ

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুশমন্থ চামিরা।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।