ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

আজ বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০২:১০ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা।

বাংলাদেশ সময় আজ শনিবার (৫ জুলাই) বিকাল ৩টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

কোথায় দেখবেন খেলা?

এই ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন টি স্পোর্টস চ্যানেলে। এছাড়াও, যারা অনলাইনে খেলা দেখতে চান, তারা স্পোর্টজফাই এবং ক্রীড়া টিভি অ্যাপসের মাধ্যমে ম্যাচটি দেখতে পারবেন।

টাইগারদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচে উন্নতি

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল ব্যাটিংয়ে ভালো শুরু করলেও, কেউই ইনিংসকে বড় করতে পারেননি।

প্রথম ম্যাচের পর ওপেনার তানজিদ তামিম আক্ষেপ করে বলেন, আমি আর শান্ত ভাই যে রকম সেট ছিলাম, আমরা যদি আরেকটু থাকতে পারতাম।

অন্তত ৫-১০ ওভার থাকতে পারতাম, তাহলে ম্যাচটা অনেক ভালোভাবে বের হয়ে আসত। পরের ব্যাটারদের কাজও অনেক সহজ হয়ে যেত।

প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

এই সিরিজে বাংলাদেশ দলে বড় পরিবর্তন এসেছে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে প্রথমবারের মতো ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।