ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

৭ ডিসেম্বর কলমাকান্দা হানাদার মুক্ত দিবস

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০১:২৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

আজ ৭ ডিসেম্বর কলমাকান্দা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা কলমাকান্দা উপজেলা শত্রুমুক্ত করেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ২৬ জুলাই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর এলাকায় পাক-হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী বাংলার দামাল ছেলেদের এক ভয়াবহ সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে শত্রুপক্ষের গুলিতে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।

শহীদরা হলেন— নেত্রকোনার ডা. আব্দুল আজিজ ও মো. ফজলুল হক; মুক্তাগাছার মো. ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নুরুজ্জামান ও দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস; এবং জামালপুরের জামাল উদ্দিন।

পরে শহীদ এই সাত বীর মুক্তিযোদ্ধাকে ভারতীয় সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় সমাহিত করা হয়।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ধারাবাহিকতায় অবশেষে ১৯৭১ সালের ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পুরো কলমাকান্দার নিয়ন্ত্রণ গ্রহণ করেন।

লাল-সবুজের বিজয় পতাকা উত্তোলনের মাধ্যমে কলমাকান্দাকে পাক-হানাদার মুক্ত ঘোষণা করা হয়। সেই গৌরবময় দিনটিই আজ কলমাকান্দা মুক্ত দিবস হিসেবে স্মরণীয় হয়ে আছে।