ভয়েজ ফর গ্লোবাল বাংলাদেশিজ সংগঠনের সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
রোববার বিকেলে আগারগাঁও এর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের হল রুমে ভয়েজ ফর গ্লোবাল বাংলাদেশিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমানের নেতৃত্বে ভয়েজ ফর গ্লোবাল বাংলাদেশিজ এর ডিজি অহিদ আহমদ, ডাইরেক্টার মাহবুব আলম শাহ, ড. হুমায়ের রহমান চৌধুরী, ছায়েফ আহমদ সুইট, দিলরুবা আজিজ, মো. মহিউদ্দিন ভুইয়া, মো.আতিকুর রহমান, আতোয়ার হোসেন বাবু ও সাংবাদিক মো. শাহজাহান মিয়া প্রমুখ।
এসময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে লিখিত স্মারকলিপি প্রধান করা সহ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন