রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৯:০৬ এএম

বরিশাল বোর্ডের ১২ কলেজে পাস করেনি কেউ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৯:০৬ এএম

বরিশাল শিক্ষা বোর্ড। ছবি - সংগৃহীত

বরিশাল শিক্ষা বোর্ড। ছবি - সংগৃহীত

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গেছে, এ বছর বোর্ডে পাসের হারে বড় ধরনের ধস নেমেছে। গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৬২.৫৭ শতাংশ, যেখানে গত বছর এই হার ছিল ৮১.৮৫ শতাংশ।

১২ কলেজে শূন্য পাস

চাঞ্চল্যকরভাবে বোর্ডের অধীনে ১২টি কলেজে কোনো শিক্ষার্থীই পাস করেনি। বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, এ বছর মোট ৩৪৯টি কলেজ থেকে ৫৯,২৩৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে, এর মধ্যে পাস করেছে ৩৭,০৬৬ জন।

শতভাগ ফেল করা কলেজগুলো হলো-

বরগুনার বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চবিদ্যালয়, বরিশাল সদরের কমার্স কলেজ, বাবুগঞ্জের মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভোলার বোরহানউদ্দিনের দেলুয়া তালুকদার বাড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ, লালমোহনের বালুরচর দালাল বাজার স্কুল অ্যান্ড কলেজ, ভোলা সদরের ভাষা শহীদ স্মৃতি মহাবিদ্যালয় ও ভোলা জেলার মেদুয়া কলেজ, ঝালকাঠির নলছিটির উপজেলার আব্দুস সালাম কলেজ, নলছিটির উপজেলার রানাপাশা সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ এবং আব্দুস সালাম কলেজ, পটুয়াখালী সদরের আউলিয়াপুর সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজ ও পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দুমকি নাছিমা কেয়ামত আলী মহিলা কলেজ।

অন্যান্য ফলাফলের চিত্র

এইচএসসি পরীক্ষায় ১৯৭টি কলেজে পাসের হার ৫০ শতাংশের বেশি। অন্যদিকে, ১৩৮টি কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে। এর মধ্যে ২০ শতাংশের নিচে পাস করেছে ৬টি কলেজ, ১৫ শতাংশের নিচে রয়েছে আরও ৬টি, এবং ১০ শতাংশের নিচে রয়েছে ২টি কলেজ।

এগিয়ে মেয়েরা

পরীক্ষার ফলাফলে এবারও মেয়েরা ছেলেদের তুলনায় ভালো ফল করেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি. এম. সাহিদুল ইসলাম জানান, পাস হারে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে রয়েছে ১৮.৬০ শতাংশ পয়েন্টে।

বিভাগভিত্তিক ফলাফল

বিজ্ঞান বিভাগের পাসের হার ৭১ দশমিক ৫৮ শতাংশ, এবং সর্বোচ্চ ৮০৬ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৪৮২ জন মেয়ে এবং ৩২৪ জন ছেলে।

মানবিক বিভাগে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ। এই বিভাগে ৭৭৭ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৬৬৬ জন মেয়ে, মাত্র ১১১ জন ছেলে।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬২ দশমিক ০৪ শতাংশ। এ বিভাগে মোট ৯১ জন জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ৬৯ জন মেয়ে এবং ২২ জন ছেলে।

জিপিএ-৫

গত বছর এই বোর্ডে ৪,১৬৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবছর সে সংখ্যা কমে দাঁড়িয়েছে ১,৬৭৪ জনে। অর্থাৎ, আগের বছরের তুলনায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থী কম জিপিএ-৫ পেয়েছে।

এছাড়াও পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে ৩২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১৮ জন ছেলে এবং ১৪ জন মেয়ে।

Link copied!