নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকা থেকে আব্দুর রহীম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ থাকার দুই দিন পর শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি ব্যক্তিগত অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহীম ভান্ডারী উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মহুরী বাড়ির বাসিন্দা এবং মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘গত বৃহস্পতিবার থেকে রহীম ভান্ডারী নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে তার অফিসের পাশের এক দোকানদার হঠাৎ অফিসের ভেতর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পান। পরে তিনি অফিসের সাটার খুলে ভেতরে ঢুকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় রক্তাক্ত রহীম ভান্ডারীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।’
খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ, পিবিআই এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে।
বেগমগঞ্জ থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’