ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী, সড়ক অবরোধ-বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৬:২৭ পিএম
নোয়াখালী বিভাগের দাবিতে সড়ক অবরোধ। ছবি- রূপালী বাংলাদেশ

ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সঙ্গে নয়, নোয়াখালীর স্বনামেই নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। বিভাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুম্মা জেলা শহর মাইজদীর বড় মসজিদ সড়ক থেকে বের হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি প্রধান সড়কে প্রবেশ করতেই চার দিক থেকে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিতে থাকে। ফলে গণ-আন্দোলনে রূপ নেয় বিক্ষোভ-সমাবেশটি। এতে জেলার বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ আশপাশের জেলা নিয়ে স্বতন্ত্র নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানান।

শহরজুড়ে বিক্ষোভ শেষে নোয়াখালী সুপার মার্কেটের সামনে সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মডেল নোয়াখালী ইউনিয়ন পরিষদের মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল, নোবিপ্রবি শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত, তুষারসহ অনেকেই বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ‘ধনে, মনে, জনে, ইতিহাস, ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ ২০০ বছরের পুরোনো জেলা আমাদের নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে। এ ছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানীগুণীর জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। কিন্তু আমরা শুনছি, নোয়াখালীকে বিভাগ না করার ষড়যন্ত্র চলছে। আমরা কোনো ষড়যন্ত্র মেনে নেব না।’

বক্তারা আরও বলেন, ‘ঢাকা থেকে মাত্র ৮০ কিমি দূরত্বের জেলা কুমিল্লা নয়, ১৬০ কিমি দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। নোয়াখালীর গণমানুষের অনুমতি ছাড়া কিংবা গণশুনানি ছাড়া যদি কুমিল্লার সঙ্গে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হয়, তাহলে নোয়াখালীবাসী কখনোই তা মেনে নেবে না। প্রয়োজনে আমরা চট্টগ্রামের সঙ্গেই থাকব, তবুও কুমিল্লার সঙ্গে বিভাগে যাব না। আর বিভাগ বিষয়ে যদি নোয়াখালীকে নিয়ে কোনো চক্রান্ত করা হয়, তাহলে নোয়াখালীর তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষ প্রয়োজনে লাগাতার কঠোর আন্দোলন নামাবে, তারপরও বিভাগ বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না।’