ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

নূরের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে সড়ক অবরোধ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:০৫ এএম
পটুয়াখালীতে সড়ক অবরোধ। ছবি- সংগৃহীত

গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিপি নুরুল হক নূরের ওপর হামলা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জেলা গণঅধিকার পরিষদ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পটুয়াখালী জেলা শহরের নতুনবাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

পরে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তা ট্রাফিক বক্সের সামনে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কে অন্তত ১ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে রাত সাড়ে ৯টার দিকে অবরোধ কর্মসূচি শেষ হলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

অবরোধ শেষে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ-আলম সিকদার, যুগ্ম আহ্বায়ক এম. সোহেল রানা এবং যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক উর্মি আক্তার, সদস্য সচিব শিল্পী রানা, যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, সাধারণ সম্পাদক আবদুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু নাঈম এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘তাদের কর্মসূচির কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি শান্ত।’