পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কমিটির প্যাডে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বে থাকা আব্দুল আউয়াল মিন্টুর বরাবরে পিরোজপুর জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করার স্বার্থে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।
একই সঙ্গে বিএনপির ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতা-কর্মীদের মতামলের ভিত্তিতে অতিদ্রুত একটি আহ্বায়ক কমিটি গঠনের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সদ্য বিলুপ্ত কমিটিতে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আহ্বায়ক এবং উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এম. এ. হাকিমের ছেলে আল বেরুনী সৈকত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন।
২০২৩ সালের ১২ জানুয়ারি ৪১ সদস্য বিশিষ্ট স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল।

-20250818152252.webp)

