পিরোজপুরের কাউখালীতে অবস্থিত ৮ম চীন মৈত্রী সেতুর (বেকুটিয়া সেতু) রেলিংয়ে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সেতুর একটি বড় অংশের রেলিং ভেঙে পড়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দিলে রেলিংয়ের একাধিক অংশ ভেঙে যায়। ঘটনার পরপরই চালক ও সহকারী (হেলপার) গাড়িটি ফেলে পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কার্যসহকারী এনায়েত হোসেন বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় পিকআপ ভ্যানের মালিককে বিবাদী করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী ওসি মো. সোলায়মান হোসেন বলেন, ‘৮ম চীন মৈত্রী সেতুর কাউখালীর অংশে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে দিয়েছে। গাড়িটি ফেলে রেখে চালক ও হেল্পার পালিয়ে গেছে। এ ঘটনায় গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ দুর্ঘটনার পর সেতুটি ব্যবহারকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও সড়ক বিভাগ জানিয়েছে, আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সেতুর ভাঙা অংশ সিলগালা করে দ্রুত মেরামতের কাজ শুরু করা হয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ৮ম চীন মৈত্রী সেতুর কাউখালীর অংশে পিকআপ ভ্যানের ধাক্কায় সেতুর রেলিং ভেঙে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাঙা অংশ সিলগালা করে মেরামতের চেষ্টা চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন