রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ধরা একটি ৯ কেজি ওজনের চিতল মাছ ১৫ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বিক্রি হয়।
চিতলটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান এলাকার পদ্মা নদীতে চিতল মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে আনিস হালদারের জালে। পরে বিক্রি করতে মাছটি নিয়ে যান দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায়। সেখানে ৯ কেজি ওজন মেপে উন্মুক্ত নিলামে মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে ১৪ হাজার ৪০০ টাকায় চিতলটি বিক্রি করেন ওই জেলে। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৫ হাজার ৩০০ টাকায় ওই চিতলটি বিক্রি করেন শাজাহান।
জেলে আনিস হালদার বলেন, ‘৯ কেজি ওজনের চিতলটি আমার জালে ধরা পড়েছে। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুশি।’
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, ‘পদ্মা নদীর চিতল মাছ খুবই সুস্বাদু। এ আকারের চিতলের প্রচুর চাহিদা রয়েছে। ৯ কেজি ওজনের চিতলটি আমি কিনে বিক্রি করেছি। এতে ৯০০ টাকা লাভ হয়েছে।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এখন বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে ভালো দাম পাচ্ছেন।’