রাজবাড়ীর কালুখালীতে অবৈধ একটি লেভেল ক্রসিংয়ে কোমল পানীয় বোঝাই একটি ইঞ্জিনচালিত নসিমন রেললাইনে আটকে যায়। এ সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে নসিমনটি দুমড়েমুচড়ে যায়।
রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের তালতলা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোমল পানীয় ভর্তি নসিমনটি তালতলা রেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সেটি রেললাইনে আটকে যায়। চালক বারবার চেষ্টা করেও নসিমনটি চালু করতে না পেরে দ্রুত রেললাইন থেকে সরে যান।
এরই মধ্যে রাজবাড়ী থেকে খুলনাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন এসে নসিমনটিকে ধাক্কা দিলে সেটি রেললাইনের ওপর থেকে ছিটকে গিয়ে পাশের ভাগাড়ে পড়ে যায়। এতে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং মালামাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘রেললাইনে আটকে পড়া নসিমনকে ধাক্কা দেয় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং রেল চলাচল স্বাভাবিক রয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন