ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

ট্রেনের মান নিয়ে বিক্ষোভ জুলাই ঘোষণাপত্রে যোগদানকারীদের

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৮:২৩ এএম
ছবি- সংগৃহীত

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকাগামী বিশেষ ট্রেনের মান নিয়ে চরম অসন্তোষ থেকে রাজশাহীতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে রাজশাহী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ ছাত্র-জনতার অভিযোগ, অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ উপলক্ষে যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, সেটি ছিল অত্যন্ত পুরোনো, অপরিচ্ছন্ন ও ভ্রমণের জন্য অযোগ্য।

এ নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে ট্রেন ও রেললাইন অবরোধ করেন। সকাল সাড়ে ৬টার দিকে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ যাত্রী প্ল্যাটফর্মে জড়ো হয়ে ট্রেনের গঠন ও ব্যবস্থাপনার বিরুদ্ধে স্লোগান দেন। ফলে রেল চলাচলে বিঘ্ন ঘটে এবং স্টেশনজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

তবে যাত্রীদের মধ্যে এখনো ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিস্তারিত আসছে...