ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীতে শ্রদ্ধা ও নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয়েছে এই গৌরবময় আন্দোলনের শহীদদের।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। প্রথমে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী শিল্পকলা একাডেমিতে স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন এবং গণঅভ্যুত্থানের তাৎপর্য ব্যাখ্যা করেন।
সরকার ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪টি জেলায় পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি।