রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় মাদকের টাকা না পেয়ে ফুপুকে গলা কেটে হত্যা করার অভিযোগ ভাতিজা রকির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ভাতিজা রকি ইসলামকে আটক করেছে।
পুলিশ জানায়, নিহত আফিজান তালাকপ্রাপ্ত ও নিঃসন্তান ছিলেন। গত ২০ বছর ধরে তিনি বড় ভাইয়ের বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রকি তার ফুপুর কাছে টাকা দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে রকি কয়েক দফায় ছুরি দিয়ে গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আফিজানের মৃত্যু হয়।
ঘটনার সময় বাড়িতে আর কেউ উপস্থিত ছিলেন না। হত্যার পর রকি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ির পেছনের বাগান থেকে রকিকে আটক করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, রকি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এতে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা রাজশাহী শহরে ভাড়া বাসায় থাকেন। সম্প্রতি রকির স্ত্রীও সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন। নিহত আফিজান গৃহপরিচারিকার কাজ করে ভাতিজা রকির খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতেন।
পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ঘাতক রকি হত্যার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’