ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

৭ মাসে স্বর্ণসহ ৪৫ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৬

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৮:২২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গত ৭ মাসে ৩ কেজির বেশি স্বর্ণসহ প্রায় ৪৫ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আটক করা হয়েছে ২৬ জন চোরাকারবারীকে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সাতক্ষীরা সীমান্তে নিয়মিত অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা মোট ৪৪ কোটি ৯৪ লাখ ২৪ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে। একই সময়ে ২৬ জনকে আটক করা হয়, যাদের অনেকে পেশাদার চোরাকারবারী চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে: ৩ কেজি ১৭৫ গ্রাম স্বর্ণ, ৯০টি ডায়মন্ডের নাকফুল, ২৯ কেজি ৪১৫ গ্রাম রুপা, ২ হাজার ১৮৭ বোতল ফেনসিডিল, ১ হাজার ৩১২ বোতল বিদেশি মদ, ১০.৫ কেজি গাঁজা, ২৫ হাজার ৯৭০ পিস ইয়াবা, ৩০ হাজার ২১০টি নেশাজাতীয় ট্যাবলেট, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, ওষুধ ও অন্যান্য চোরাচালানী পণ্য।

বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে চোরাচালানের জন্য সক্রিয়। নদীপথ ও গোপন সড়কপথ ব্যবহার করে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, স্বর্ণ, রুপা, প্রসাধনী, কাপড়সহ নানা ধরনের পণ্য বাংলাদেশে প্রবেশ করানো হয়। এসব অপরাধের সঙ্গে স্থানীয় বেশ কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট জড়িত রয়েছে, যাদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন, ‘সাতক্ষীরার ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।’