ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:০৪ এএম
জব্দকৃত ডলার। ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের তেতুলিয়া এলাকা থেকে ভারতে পাচারের সময় ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ডলারের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের নির্দেশনায় একটি টহল দল অভিযানে যায়। অভিযানের সময় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে থাকা এক সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তিনি একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে ওই ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিল, মোট ৩০,০০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, আদালতের আদেশ গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ডলার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, ডলার পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বিজিবি। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানায় সংস্থাটি।