সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে শহরের পলাশপোল এলাকার পীজ্জলজি নামে একটি কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল মোমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি এবং জেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এ ছাড়া বক্তব্য রাখেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরিদ হোসেন ময়না, ৭১ টিভির বরুন ব্যানার্জি, যমুনা টেলিভিশনের আকামুল ইসলাম, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, জুলাই বিপ্লবের সাতক্ষীরা সংগঠক আল ইমরান, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, শহর ছাত্র দলের সদস্য সচিব শাহীন ইসলাম প্রমুখ।
এ সময় অতিথিবৃন্দ সকলে পত্রিকাটির সাফল্য কামনা করেন এবং সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান। একই সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা দলের সভাপতি মিনি, বিএনপি মহিলা নেত্রী নাজনীন আক্তার কেয়া, সরুলিযা ইউনিয়ন মহিলা দলের সভাপতি মিনি খাতুন, ধারাভাষ্যকর ফরমের সাতক্ষীরা জেলা সভাপতি অলিউল রহমান সহ অন্যান্য অতিথি ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আমিনুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন। অনুষ্ঠানটি আলোচনা সভার পরে কেক কাটার সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন