ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

শরীয়তপুরে ডোবা থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

বিল্লাল হোসেন সরদার, ভেদরগঞ্জ
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৮:২৪ পিএম
ডোবা থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার। ছবি- রূপালী বাংলাদেশ

শরীয়তপুরের ভেদরগঞ্জে ডোবা থেকে আমেনা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরকোড়ালতলী মৃধাকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমেনা আক্তার ওই এলাকার মান্নান ঢালীর মেয়ে। সে স্থানীয় দারুল ফায়েজ ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমেনা সকালে মাদ্রাসায় পরীক্ষার জন্য বের হয়ে আর ফেরেনি। বিকেলে স্থানীয়রা মৃধাকান্দি এলাকার একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রতিবেশী নাজমা আক্তার কাকলী বলেন, ‘আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি আমেনার মরদেহ ডোবায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই।’

ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, ‘মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত চলছে।’