সিলেটের ফেঞ্চুগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এইচএসসি পরীক্ষার্থী সুফিয়ান আহমেদ সাইফ (১৮)।
শনিবার (১২ জুলাই) রাত ১টার দিকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
সাইফ দক্ষিণ সুরমার মোগলাবাজার হাজিগঞ্জ এলাকার ধরমপুর গ্রামের সেলিম আহমেদের একমাত্র ছেলে ও দক্ষিণ সুরমার মনির আহমদ একাডেমির ছাত্র ছিলেন। তিনি এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেলে। সাইফ তার মা ও বোনের সঙ্গে ফেঞ্চুগঞ্জের নানাবাড়ি থেকে বাড়ি ফিরছিল। মা ও বোন সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন, আর সাইফ নিজে মোটরসাইকেল চালিয়ে ফিরছিল। পথে উত্তর কুশিয়ারা ইউনিয়নের উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সিলেটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারের ধাক্কায় ছিটকে পড়ে সাইফ পাশের একটি ঝোপে পড়ে যায়। এতে তার হাত ভেঙে যায়, চোখে গুরুতর আঘাত লাগে এবং পেটে মারাত্মক ধাক্কা খায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট শহরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত ১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করে সে।
সাইফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সাইস্তা।
তরুণ শিক্ষার্থী সাইফের এমন করুণ মৃত্যুতে তার পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করছেন।