টাঙ্গাইলের গোপালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র রিয়াদ হোসেন (১২) নিহত হয়েছে। এ সময় তার সহপাঠী তুহিন আহত হয়।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রামের বাসিন্দা সুরুজ্জামালের ছেলে। আহত তুহিন নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
তারা নবগ্রাম উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধু এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়েছিল। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে চালক রিয়াদ ঘটনাস্থলেই প্রাণ হারায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ধাক্কার তীব্রতায় তার মাথার একটি অংশ শরীর থেকে আলাদা হয়ে যায়।
তুহিন পেছন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোপালপুর থানার ওসি মো. মামুন ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাথমিক সুরতহাল করেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :