প্রায় ৩০ বছর ধরে পায়ে লোহার শিকল। আর এভাবেই বন্দি জীবন পার করছেন ৩৭ বছর বয়সি যুবক সাইফুল। মানসিক ভারসাম্যহীন সাইফুলের মা রহিমা বেগম অসহায় অবস্থায় তার ছেলের দেখাশোনা করছেন। এদিকে রহিমার স্বামী বহর আলী প্রায় ২০ বছর আগে মারা গেছেন।
বর্তমানে তিনি ও তার মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। স্বামীসহ জমিজমা হারিয়ে এখন তিনি পথে-ঘাটে ভিক্ষা করে ছেলের মুখে খাবার তুলে দেন।
এ ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধারিয়াল গ্রামে। সাইফুল জন্মগ্রহণ করেন ১৯৮৮ সালে এবং বর্তমানে ৩৭ বছর বয়সি এই যুবক মানসিক সমস্যা নিয়ে বেঁচে আছেন।
গত ১৯ জুলাই, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকায় ‘৩০ বছর ধরে শিকলে বন্দি সাইফুল, ভিক্ষা করে খাওয়াচ্ছেন মা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি ঘাটাইল উপজেলা প্রশাসনের নজরে আসলে ২৭ জুলাই রোববার বেলা ১১টায় ঘাটাইল উপজেলা প্রশাসনের একটি দল সাইফুলের বাড়িতে পৌঁছে তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, ‘ঘাটাইল উপজেলা প্রশাসন সাইফুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমরা তাকে খাদ্যসামগ্রী সরবরাহ করেছি এবং সরকারের পক্ষ থেকে একটি ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। সাইফুলকে পুনর্বাসিত করার জন্য আরও বেশি সহযোগিতার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং আমরা এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছি।’
আপনার মতামত লিখুন :