মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০২:৪৩ পিএম

ছোট ভাইকে বাঁচাতে পানিতে নামল বড় ভাই, প্রাণ গেল দুজনেরই

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০২:৪৩ পিএম

বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই চাচাতো ভাই। ছবি- সংগৃহীত

বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই চাচাতো ভাই। ছবি- সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ছুটির দিনে বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সোহান ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন দবিরুল ইসলামের ছেলে। তারা স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বাড়িতে আসে দুই ভাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে খেলতে যায় তারা। খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে পৌঁছে যায়। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় ছোট ভাই সিয়াম। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় বড় ভাই সোহানও। কিন্তু দুজনেরই আর ফেরা হয়নি।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

মাদ্রাসার এক শিক্ষক বলেন, ‘সোহান ও সিয়াম দুজনেই ভদ্র ও নম্র স্বভাবের ছিল। নিয়মিত নামাজ আদায় করত। তাদের এমন করুণ মৃত্যুতে আমরা সবাই মর্মাহত।’

দাদি মাহমুদা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুই ভাইয়ের একটি করে সন্তান ছিল। ওরা ছিল আমাদের চোখের মণি। এখন সবই শেষ।’

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি নিছক একটি দুর্ঘটনা।’

Link copied!