ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

৪ দিন লাইফ সাপোর্টে থাকা কলেজছাত্র মিজুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৫:০৫ পিএম
নিহত কলেজছাত্র মিজানুর রহমান মিজু । ছবি- রূপালী বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চারদিন লাইফ সাপোর্টে থাকার পর ঢাকার ইবনেসিনা হাসপাতালে কলেজছাত্র মিজানুর রহমান মিজু মারা গেছেন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় তার মৃত্যু হয়, জানান তার চাচাত ভাই ফয়সাল কবির।

মৃত কলেজছাত্র মিজু বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বাবুগজ গ্রামের আলমের ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে দিনাজপুর যাচ্ছিলেন। বীরগঞ্জ উপজেলার শালবন এলাকায় পাম্পে থামার সময় পেছন থেকে আসা ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়, ফলে গুরুতর আহত হন। প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং ২৪ ঘন্টা লাইফ সাপোর্টে রাখা হয়। জ্ঞান না ফেরায় হেলিকাপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে আরও তিন দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার মারা যান।

ফয়সাল কবির জানান, বিকালে মরদেহ গ্রামের উদ্দেশ্যে পাঠানো হবে। মিজুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।