ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সামিট এলএনজি টার্মিনালের নতুন এমডি ও সিইও হলেন সাইফুল আলম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৫:৫০ পিএম
মোঃ সাইফুল আলম। ছবি- সংগৃহীত

সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি (প্রা.) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সাইফুল আলম। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশে স্থাপিত প্রথম ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) হিসেবে সামিট এলএনজি টার্মিনাল প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করে।

সাইফুল আলমের নেতৃত্বে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৬৩০০ কোটি ঘনফুট এলএনজি রিগ্যাসিফিকেশন সম্পন্ন করেছে, যা এই খাতে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত।

২০১৮ সাল থেকে সাইফুল আলম মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনাল প্রকল্পের বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখেন। প্রকল্প পরিচালক হিসেবে তিনি জিওশান এন্ট্রোপোজ, ম্যাকগ্রেগর এএস এবং পিএসএ মেরিনের সঙ্গে একত্রে টার্মিনালের উন্নয়ন ও কমিশনিং কার্যক্রমে নেতৃত্ব দেন।

পরবর্তী সময়ে তিনি টার্মিনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তাঁর নেতৃত্বে সামিট এলএনজি নিরবচ্ছিন্নভাবে ও নির্ভরযোগ্যভাবে পরিচালিত হয়।

সাইফুল আলমের তিন দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে মেরিন ও জ্বালানি খাতে। তিনি জাপানের কে লাইন, সিঙ্গাপুরের এমওএল ট্যাংকশিপ ম্যানেজমেন্ট এশিয়া ও ওশান ট্যাংকারসে বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। এতে করে তিনি আন্তর্জাতিক পরিসরে এলএনজি ও এলপিজি টার্মিনাল পরিচালনা ও বাস্তবায়নে বিশেষ দক্ষতা অর্জন করেন।

বাংলাদেশ মেরিন একাডেমি থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রির পর তিনি অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অর্থনীতিতে দ্বিতীয় মাস্টার্স করছেন।

পাশাপাশি সিঙ্গাপুর মেরিটাইম একাডেমি থেকে ক্লাস-১ সার্টিফিকেট অব কম্পিটেন্সিতে অ্যাডভান্সড ডিপ্লোমাও অর্জন করেন। তিনি একজন সার্টিফায়েড ক্লাস-১ মেরিন ইঞ্জিনিয়ার অফিসার।

সাইফুল আলম লন্ডনের ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সিঙ্গাপুর মেরিটাইম অফিসার্স ইউনিয়নের সক্রিয় সদস্য।

সামিট এলএনজির মূল অংশীদার জাপানের মিত্সুই অ্যান্ড কোং লিমিটেড তাঁর নিয়োগকে স্বাগত জানিয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, মোঃ সাইফুল আলমের নেতৃত্বে সামিট এলএনজি আরও উন্নত, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।