ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূলধন কমেছে ৭ হাজার ১৫০ কোটি টাকার বেশি। একইসঙ্গে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৮১ লাখ টাকা। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহের গড় লেনদেন বেড়েছে ৭৯ শতাংশ বলে ডিএসই শনিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে প্রকাশ, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ দশমিক ০২ শতাংশ বা ৭ হাজার ১৫০ কোটি টাকা।