ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

আইপিএল নিয়ে দ্বিধায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ১২:৩০ পিএম
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অবশিষ্টাংশ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এদিকে ভারতেও চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর।

বৃহস্পতিবার (৮ মে) ভারতের জম্বুতে পাকিস্তানের সামরিক বাহিনীর হামলার পর ধর্মশালায় নিরাপত্তাজনিত কারণে আইপিএলে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করা হয়।

এসময় খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ রেফারি, আম্পায়ার, সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলের ক্রুদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

চলমান এই যুদ্ধাবস্থার মধ্যে শঙ্কা ছড়িয়ে পড়েছে আইপিএল খেলতে আসা বিদেশি খেলোয়াড়দের মধ্যে। বার্তাসংস্থা পিটিআই বলছে, আইপিএলের বিদেশি খেলোয়াড়েরা এখন ভারতে অবস্থান করাকে নিরাপদ মনে করছেন না। যতটা দ্রুত সম্ভব, তাঁরা দেশে ফিরতে চান।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, আইপিএলের চলতি আসরের ভবিষ্যৎ নিয়ে। ধারণা করা হচ্ছে পিএসএলের মতো সরিয়ে নেওয়া হবে আইপিএলও। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সংস্থাটি বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর নরেন্দ্র মোদির সরকার আইপিএলের ভবিষ্যৎ নিয়ে যে সিদ্ধান্ত জানাবে, বিসিসিআই সেটাই কার্যকর করবে।

এদিকে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বাতিল হওয়ার পর আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা এখন পরিস্থিতি পর্যালোচনা করছি। এটা পরিবর্তনশীল। সরকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা পাইনি। অবশ্যই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, আইপিএলের সূচী অনুযায়ী লখনৌ সুপার জায়ান্টের ঘরের মাঠে আজ মুখোমুখি হবে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই স্টেডিয়াম থেকে পাকিস্তান সীমান্তের দূরত্ব প্রায় ৯৫০ কিলোমিটার।  

এই ম্যাচ প্রসঙ্গে অরুণ ধুমাল বলেন, ‘এখন পর্যন্ত (লক্ষ্ণৌ–বেঙ্গালুরু ম্যাচের সূচি) ঠিকঠাক আছে। তবে আমি আবারও বলছি, পরিস্থিতি বদলে যেতে পারে। সংশ্লিষ্ট সবার সর্বোত্তম স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে গতকাল ধর্মশালায় ম্যাচ বাতিল হওয়ার পর জরুরি বৈঠকে বসেছিল আইপিএলের পরিচালনা পর্ষদ। এসময় তাদের জানানো হয়, আইপিএলের কোনো ভেন্যুই এ মুহূর্তে হামলার ঝুঁকিতে নেই। তবে ভারতবাসীর অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ও জাতির বৃহত্তর স্বার্থে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।