কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেই ম্যাচের আগে রেফারিকে নিয়ে অভিযোগ করে রিয়াল মাদ্রিদ।
এ নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি গুঞ্জন উঠেছিল কোপা দেল রে’র ফাইনাল বয়কট করবে কার্লো আনচেলত্তি বাহিনী।
তবে শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছিল এই ম্যাচ। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে কাতালানরা।
আগামী রোববার লা-লিগার ম্যাচে আবারও মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ধারণা করা হচ্ছে, এই ম্যাচটিই হবে লা-লিগার চলতি আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন রেফারি আলেজান্দ্রো হার্নান্দেজ।
এবারই প্রথম এবং সবমিলিয়ে পঞ্চমবার তিনি ক্লাসিকো পরিচালনা করতে যাচ্ছেন। তার অধীনে আগের চারটি ক্লাসিকোর সবশেষ দুটি ড্র হয়। এ ছাড়া একটি করে জয় পায় বার্সেলোনা ও রিয়াল।
এ ম্যাচের আগে আবারও বিতর্কের আগুন ধরিয়েছে রিয়াল মাদ্রিদ টিভি। ‘রেফারি নাকি বার্সেলোনার সমর্থক!’ এই শিরোনামে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে তারা।
প্রতিবেদনে বলা হয়, তার অধীনে হওয়া ম্যাচগুলোয় রিয়ালের জয়ের হার বেশ বাজে। তিনি মোট ১০টি ম্যাচ পরিচালনা করেন লস ব্লাঙ্কোসদের। এর মধ্যে তারা ৫৪ শতাংশ ম্যাচে জয় পেয়েছে এবং সবশেষ ছয় ম্যাচে জয় মাত্র দুটি।
ভিডিওতে আরও বলা হয়েছে, ‘রেফারি এরনান্দেজ এরনান্দেজ মূলত বার্সেলোনার সমর্থক। তেরো বছর ধরে তিনি শীর্ষ লিগে রেফারিং করছেন। তবু এমন গুরুত্বপূর্ণ ক্লাসিকোর দায়িত্ব তাঁর ওপর দেওয়া হয়েছে।’