ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

স্থগিত হয়ে গেল আইপিএল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০১:১৮ পিএম
আইপিএল ট্রফি ।। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে এবার স্থগিত করে দেওয়া হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইপিএল কর্তৃপক্ষ। ইএসপিএন ক্রিক ইনফোর এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

আইপিএলের ১৮তম আসরে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে গতকাল ধর্মশালার পরিত্যক্ত ম্যাচটি অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রুপ পর্বে এখনো ১২টি ম্যাচ বাকি রয়েছে, যা লক্ষ্ণৌ (২টি), হায়দরাবাদ, আহমেদাবাদ (৩টি), দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু (২টি), মুম্বাই এবং জয়পুরে হওয়ার কথা ছিল। এরপর প্লে-অফ পর্বের ম্যাচগুলো হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার পরিকল্পনা ছিল।

বৃহস্পতিবার (৮ মে) ভারতের জম্বুতে পাকিস্তানের সামরিক বাহিনীর হামলার পর ধর্মশালায় নিরাপত্তাজনিত কারণে আইপিএলে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করা হয়।

এসময় খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ রেফারি, আম্পায়ার, সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলের ক্রুদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর থেকেই দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।