ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

চিয়ারলিডারের আর্তনাদে কাঁপল ধর্মশালা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৫:৪৯ পিএম
আইপিএলে বিদেশি চিয়ারলিডার ভিডিওতে শেয়ার করলেন করুণ অভিজ্ঞতা। ছবি-সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। পরিস্থিতি এমন যে, এরই মধ্যে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ভারতের জম্মুসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন হামলা চালায় পাকিস্তান। এতে সীমান্তের কাছাকাছি থাকা ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়।

আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমালের নির্দেশনায় মাঠ থেকে খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ রেফারি, আম্পায়ার, সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলের ক্রুদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ধর্মশালায় চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভয়াবহ এক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন একজন বিদেশি চিয়ারলিডার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তিনি সেই মুহূর্তের বিবরণ দিয়েছেন।

ভিডিওর শুরুতে তাকে বলতে শোনা যায়, ‘খেলার মাঝখানেই স্টেডিয়াম খালি করে দেওয়া হলো। এটা ছিল ভয়ংকর এক অভিজ্ঞতা। সবাই চিৎকার করছিল-বোমা আসছে! ভাবতেই গা শিউরে ওঠে।’

স্টেডিয়ামের আলো নিভে যাওয়ার পর তিনি আরও বলেন, ‘আমরা দ্রুত ধর্মশালা ছাড়তে চাই। আশা করি, আইপিএলের আয়োজকেরা আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করবে। আমি এখনও কাঁদিনি, সম্ভবত হতবাক অবস্থায় আছি বলেই।’