ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে এবার স্থগিত ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এছাড়াও ভেন্যু পরিবর্তন করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)।
এর আগে গতকাল ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার কারণে স্থগিত হয় আইপিএল ও পিএসএলের দু’টি ম্যাচ। পরবর্তীতে জরুরি বৈঠক ডাকে দুই দেশের ফ্রাঞ্চাইজি লিগের পরিচালনা পরিষদ। এরপর পাকিস্তান সিদ্ধান্ত নেয়, পিএসএলের পরবর্তী ম্যাচগুলো ভেন্যু পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হবে।
অন্যদিকে, ভারত দ্রুততম সময়ের মধ্যে বিকল্প ভেন্যু ব্যবস্থা না করতে পারায় এক প্রকার বাধ্য হয়েই অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করে আইপিএল।
এদিকে আইপিএল স্থগিতের ঘোষণা আসার পর তড়িঘড়ি করে ভারত ছাড়ছেন বিদেশি ক্রিকেটাররা। তবে পাকিস্তানের হামলার কারণে এরই মধ্যে ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও বেশ কিছু বিদেশি এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন করেছে। ফলে বিমানের টিকেট পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।