রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. হেলাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী জামাল উদ্দীন নির্বাচিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৬ অক্টোবর) রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১৫২নং কক্ষে বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় ৩০০ সদস্যের উপস্থিতিতে ৩ জন সভাপতি পদপ্রার্থী ও ৩ জন সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে পূর্ণ গনতান্ত্রিক উপায়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মো. হেলাল উদ্দীনকে সভাপতি এবং জামাল উদ্দীনকে সম্পাদক নির্বাচন করা হয়।
উক্ত নির্বাচনে বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. খালিদ আলম ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস বিভাগের সহযোগী অধ্যাপক ও সমিতির উপদেষ্টা ড. জসীম উদ্দিন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সমিতির জ্যেষ্ঠ সদস্য ও আইন বিভাগের শিক্ষার্থী শাদমান সাকিব নিলয়, ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. ফাহিম।
জেলা সমিতিতে এসে অনুভূতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুন নাইম তাইমুন বলেন, বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য এক আশীর্বাদ।
প্রায় ৫০০ কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে এখানে পড়াশুনা করতে এসে দিন শেষে এলাকার মানুষদের সান্নিধ্য ও নিজ অঞ্চল এর ভাষায় কথা বলা আমাদের অনেক আনন্দ প্রদান করে।
শিক্ষার্থীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. খালিদ আলম বলেন, প্রত্যেক পদপ্রার্থী মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে এক আমেজপূর্ন নির্বাচনের স্বাক্ষর রেখেছে। ভবিষ্যতে সকলে যেন এক হয়ে স্বজনপ্রীতি ও ছোটখাটো মনোমালিন্য দূর করে জেলা সমিতিতে সক্রিয় থেকে নিজের মেধা মনন ও জ্ঞানের চর্চাকে এগিয়ে নিতে পারে সেটা প্রত্যাশা রাখি।
নির্বাচনের শুরুতে সূরা ফাতিহা, প্রবিত্র গীতা ও ত্রিপিটক থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের পর জুলাই বিপ্লবে শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :