রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাদল জানান, মঙ্গলবার রাতে খিলক্ষেত এলাকায় সায়েম ও তার আরো দুই বন্ধুকে সঙ্গে একটি বাইকে রূপগঞ্জ থেকে ঘুরতে খিলক্ষেত এলাকায় আসে। খিলক্ষেত এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতি অনেক থাকায় রাস্তায় থাকা মোখলেসুর মুকুল (৫৫) নামে এক ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সায়েম ও মোকলেসুর মুকুল মারা যায়।
একই ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহত সায়েমের দুই বন্ধু আনতু ও হাসিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, নিহত সায়েমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর মোকলেসুরের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় বিস্তারিত জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :